ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে,কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুষ্টি বিষয়ে এক মাল্টিসেক্টরাল ওর্য়াসপ বুধবার বেলা ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ ও ইকো কো-অপারেশন কর্তৃক বাস্তবায়িত সঙ্গো প্রকল্পের সহযোগিতায় চর রাজিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নবীরুল ইসলাম ওয়ার্কসপের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন।
পুষ্টি বিষয়ে মাল্টিসেক্টরাল ওয়ার্কসপে সঙ্গো প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ চর রাজিবপুর উপজেলা কো-অডিনেটর মাহবুবা গুলে সেগুপ্তা।
ওয়র্কসপে এ ছাড়া বক্তব্য রাখে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবুল বাশার, অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল চর রাজিবপুর বিএম কলেজ,সৌহার্দ্য-৩ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম,উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রশিদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতাউর রহমান ও মোহনগঞ্জ ইউনিয়ন ফেডারেশন সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
পুষ্টি বিষয়ে মাল্টিসেক্টরাল ওয়ার্কসপে চর রাজিবপুর উপজেলার সুশীল সমাজ,শিক্ষক,সাংবাদিক,ধমীয় নেতা ও ব্যক্তি মালিকানধীন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন এবং মতামত দেন।