"গাছ লাগিয়ে করবো বেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ’ এ শ্লোগানে ‘স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে অর্ধশতাধিক ছোট্ট শিশুকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ফলজ গাছের চারা। গত মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এসব চারা তুলে দেন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।
স্বাস্থ্য বিধি মেনে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মাজেদ খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ছাওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম। দীর্ঘদিন থেকে সামাজিক এ সংগঠনটি সমাজসেবা মূলক কাজ করে আসছে।