রংপুরের তারাগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা সনদ ও পরিচয়পত্র দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ প্রতারনার অভিযোগ উঠেছে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামে একটি সংগঠনের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা বলেছেন, এরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এর কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি ভূয়া সংগঠন।
জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের আমির আলীর স্ত্রী নুরজাহান বেগম ওই সংগঠনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর মিথ্যা আশ্বাস ও প্রতি মাসে ১০ হাজার টাকা করে সরকারি ভাতা ও রাষ্ট্রীয় সুযোগ সবিধা পাবেন এমন প্রলোভন দেখিয়ে জন প্রতি ৩ হাজার টাকা করে ২৮ জন ব্যক্তির কাছে মোট ৮৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে নাম মাত্র একটি করে পরিচয়পত্র হাতে ধরিয়ে দেন। কিন্তু দুই বছর গত হয়ে গেলে এলাকার লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন সহযোগী মুক্তিযোদ্ধার সনদ ও পরিচয়পত্র বলে কিছু নেই। এটা প্রতারণার একটি নতুন কৌশল। এখন টাকা ফেরত চাইলে টালবাহনা করছেন নুরজাহান বেগম ও তার স্বামী আমির আলী। কিসামত মেনানগর কাচারীপাড়া গ্রামের আমেজা বেগম ৩ হাজার টাকায় সরকারি সুবিধা পাওয়ার আশায় পরিচয়পত্র নিয়েছেন। মুক্তিযোদ্ধার ভাতাসহ সরকারি যাবতীয় সুবিধা পাবেন এমন আশ্বাসে তিনি সনদ নেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ‘ঘরে ঘরে জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা’ এমন স্লোগান দিয়ে জামুকা/ রেজি ও সার্টি/ নিবন্ধন-২৩৯/ ১৭ ব্যবহার করে ৭১-এর মুক্তিযোদ্ধা পরিষদ নামে একটি সংগঠন পার্শ্ববর্তী জেলা নীলফামারীর সৈয়দপুর প্লাজার দ্বিতীয় তলায় অফিস দিয়ে বসেছেন। মোস্তফা নামের এক ব্যক্তিকে ওই সংগঠনের মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়েছে। তার ফোন নম্বর না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বামনদীঘি ছুট হাজিপাড়া গ্রামের ছকিনা বেগম অভিযোগ করে বলেন, হামরা গরীব মানুষ। কষ্ট করি না খেয়া থাকি। এবাড়ি ওবাড়ি কাম করি সংসার চালাই। নুরজাহান বেগমের কাছোত গেছনু সহযোগী মুক্তিযোদ্ধার কার্ড কইরার জইন্যে। তা নুরজাহান মোড় কাছোত টাকা চাইল। ধার-দেনা করি তিন কোনা হাজার টাকা দিছুং। এখন টাকাও নাই, সরকারি ভাতাও নাই। এছাড়াও ওই গ্রামের সাহেদা, আলেমা, ওমেজা খাতুন, মহিতনসহ আরো একাধিক ব্যক্তির কাছ থেকে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা কার্ডের কথা বলে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাচারীপাড়া গ্রামের মেনাজ উদ্দিন বলেন, হামরা গরীব মানুষ। মাইষের বাড়িত একদিন কাম না করিলে উপাষ থাকিবার নাগে। হামাক এমনি দিবার নাগে কিন্তু তাক ফির কায় দেয় এই মুক্তিযোদ্ধার কার্ড কোনা দিবার জন্য তিন হাজার টাকা গনি নিছে নুরজাহান বেগম। এখন সুবিধা চাইলে হামাক মারার হুমকি দেয়। মুই জোর দাবি করোচং সরকার যেনো এর বিচার করেন। ডাঙ্গীরহাট সরকার পাড়া গ্রামের সাহেদা বেগম বলেন, বাবা মুই ভিক্ষা করি খাচনুং তাই ভালো আছিলো। কোনটে থাকি এমরা উরি আসি মোক কইল তোক মুক্তিযোদ্ধা বানে দিমো। মুইও সেই কথা শুনি প্যাটোত চাপা দিয়া না খেয়া জমা তিন হাজার টাকা দিচুং। এখন টাকাও নাই ভাতাও নাই। এ বিষয়ে নুরজাহান বেগমের সাথে কথা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ২৮ জনের কাছ থেকে ৩ হাজার করে টাকা নিয়ে সৈয়দপুরে অবস্থিত ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা অফিসে জমা দিয়েছি। তার বিনিময়ে অফিস থেকে একটি করে সহযোগী মুক্তিযোদ্ধার পরিচয়পত্র দিয়েছে। তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আলী হোসেন বলেন, ‘সহযোগী মুক্তিযোদ্ধা বলে রাষ্ট্রীয় কোনো সনদ নেই’। এটি সম্পূর্ণ অবৈধ একটি সংগঠন। সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন কৌশল। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সহযোগী মুক্তিযোদ্ধার সনদের জন্য কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। লিখিত অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।