নোয়াখালীর সেনবাগে গরু চুরি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে একটি চোরাই গরু ও চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হচ্ছে ঃ লক্ষীপুর জেলার লক্ষীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডেল বাঞ্চানগর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মেহেদী হোসেন প্রকাশ প্রিন্স (২৩) ও সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মোখলেসের ছেলে দাউদ নবী প্রকাশ শিপন (১৯)।
স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার কাবিলপুল ইউনিয়নের কাবিলপুর গ্রামের বড় কাজী বাড়ির ছায়েদুল হক ডাক্তার দেখানোর জন্য স্ত্রী সহ চট্টগ্রামে যায়। এ সুযোগে গরু চোর চক্রের সদস্যরা তাদের অনুস্থিতিতে একটি পিকআপ ভ্যান নিয়ে এসে তাদের খামারে থাকা তিনটি গরু পিকআপ ভ্যানে ওঠিয়ে নিয়ে যাবার সময় গরু গুলা পিকআপ থেকে লাফিয়ে
পড়ে চিৎকার দিলে আশপাশে^র লোকজন বের হয়। এ সময় চোর চক্র ওই গরুগুলো রেখেই পালিয়ে যাবার সময় রাত্রী কালিন টহল সেনবাগ থানা পুলিশ দিলদাল মার্কেট এলাকা থেকে একটি গরু ও চোরাই গরু পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ সহ দুই গরু চোর চক্রের সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা গরু চোর চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু চুরি চক্রের সদস্য তৎপর হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সোমবার গভীর রাতে কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের পাশ থেকে গরু চুরি চক্রের দুই সদস্যকে একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির ঘটনা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গরু চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।