বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষা-খাতে বাজেট বরাদ্দ বাঁড়া সহ বেসরকারি কলেজ- বিশ^-বিদ্যালয়ের উপর ১৫% ভ্যাট প্রত্যাহার, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন সকল নেতৃবৃন্দ।মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রংপুর জেলা কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি সাখাওয়াত হোসেন রাংগা, রংপুর মহানগর জাসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সদস্য ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর জেলা শাখার সাবেক সভাপতি সফিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামন কবির, রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি জসিম আহমেদ রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ।