নীলফামারীর ডিমলায় মঙ্গলবার দুপুরে পল্লীশ্রী রি-কল প্রকল্পের আয়োজনে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে গনতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও কমিনিউটির প্রত্যাশা বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, ডিমলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সম্পাদক সহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরদার ফজলুল হক, পল্লীশ্রী রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমুখ।