সিরাজগঞ্জের রায়গঞ্জে বিআরডিবি’র জায়গা জরিপ কালে সংঘর্ষে আহত ৮ জন, আটক ১ জন। জানাযায় সোমবার বেলা ১ টার দিকে পাঙ্গাসী বাজারে বিআরডিবি অফিসের জায়গা জরিপ কাজে বাধা প্রদান করেন আকবার আলী গংরা। বাধাকে উপেক্ষা করে জরিপ কাজ অব্যাহত রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সার্ভেয়ার জাকিরুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় লাঠিসোটা নিয়ে আকবর আলী (৬৫) ও তার ছেলে রতন (৩৫), জাঙ্গারী (৩০), রাজা (২২) সহ ভাতিজা সোহাগ, দুদু, দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আহত হন পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সার্ভেয়ার জাকিরুল ইসলাম, অফিস সহায়ক আবুল কালাম আজাদ, মাঠকর্মী লুৎফর রহমান, অফিস সহায়ক আবদুল হাকিম, অফিস সহায়ক নার্গিস খাতুন, অফিস সহায়ক হানিফ সরকার গুরতর আহত হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবির কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং এক ব্যক্তিকে আটক করে থানায় সপর্দ করেন। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।