রংপুরের পীরগঞ্জে ঐতিহ্যবাহী রাজা নীলাম্বরের রাজধানীর চতুর্পার্শ্বের পরীখা নীলদরিয়ায় নতুন পর্যটর কেন্দ্রটি একটি মাত্র সেতুর অভাবেই আলোর মুখ দেখছে না। এ ছাড়া যোগাযোগ ব্যাস্থা নাজুক থাকায় দর্শনার্থীদের নানাভাবে হয়রানী ও হেনেস্তা হতে হচ্ছে। সপ্তাহের ছুটির দিনসহ ঈদ ও অন্যান্য বিশেষ বিবসগুলোতে দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষ ভোগান্তীর শিকার হচ্ছে। নীল দরিয়ার ইতিহাস ঃ একসময় উত্তরবঙ্গের দোর্দন্ড প্রভাবশালী রাজাগনরাজ্য করতেন। তাদের বংশের শেষ রাজা নীলাম্বর দেব। নীলাম্বরদের অনেক রাজধানী ছিল। সেগুলোরই একটি পীরগঞ্জের চতরায়। বর্তমানে শুধুমাত্র রাজবাড়ীর ইট-সুরকীর ধ্বংসাবশেষ প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। রাজধানীকে সুরক্ষিত ও শত্রুর হাত থেকে নিজেদের রক্ষায় রাজবাড়ীর চারিদিকে গোলাকার করে ৮০ হাত প্রস্থ ও ৩০ হাত গভীল করে পরীখা খনন করেন রাজা নীলাম্বর। রাজধানীর ধাঁর ঘেষে পরীখার ভেতরের অংশে ১৪ হাত উঁচু করে সু-বিশাল প্রাচীর নির্মান করা হয়। ১২’শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্মরনকালের ভয়াবহ ভুমিকম্পে গভীর পরীখার উত্তর ও উত্তর পর্ব অংশ ভরাট হয়ে যায়। আজও দক্ষিন ও পশ্চিমের বিশাল জলাশয় এলাকার পানি গভীরতার কারণে কাল বর্ণের দেখায়। মুলত এটিই নীল দরিয়া। আজও ধ্বংসাবশেষ ৩০ ফুট উঁচু প্রাচীরের উপরে উঠে চারিদিকে দৃষ্ট্ িদিলে রাজা নীলাম্বরের দোর্দন্ড প্রতাপের কথা-স্মরণ করিয়ে দেয়। ইতিহাস ও কিংবদন্তী রয়েছে-মুসলিম পাঠান সেনাপতি হযরত শাহ ইসমাইল গাজী(রহঃ) ইসলাম ধর্ম প্রচারে এ অঞ্চলে এসে রাজা নীলাম্বরের সাথে সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে রাজা নীলাম্বরের শোচনীয় পরাজয় ঘটে। যুদ্ধে নীলাম্বর পরাজিত ও বন্দী হন। মুসলমানদের হাতে বন্দী নীলাম্বরকে গৌড়ে পাঠিয়ে দেয়া হয়। তারপর নীলাম্বরের কি পরিনতি হয়েছে তা আর ইতিহাসে খুঁজে পওয়া যায় না। বাংলাদেশ টুরিজম বোর্ড এখানে পর্যাটন কেন্দ্র,রাস্তা, খেলাধুলাসহ বিশ্রামের যাবতীয় সরঞ্জাম বরাদ্দ দিয়েছে। এ ছাড়া চতরাহাট হতে নীলদরিয়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা নির্মানের জন্য বরাদ্দ দেয়ার পর যথারীতি দরপত্র আহ্বান ও ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২০২০ ইং সালের জানুয়ারীতে রাস্তা নির্মান শুরু করলেও স্থানীয় কতিপয় ব্যক্তি এতে বাধা দেয়। যে কারণে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। প্রায় এক বছর ধরে এভাবেই রাস্তা নির্মান ঝুলে আছে। আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো দর্শনার্থী প্রায় প্রতিদিন পিকনিক কিংবা বেড়াতে এসে রাস্তার অভাবে ভেতরে প্রবেশের বাধাপ্রাপ্ত হন। ভিতরে ঢোকার উপযোগী রাস্তা ও সেতু না থাকায় দর্শনার্থীদের অনেককেই হয়রানির শিকার হতে হচ্ছে। বেড়াতে আসা দর্শনার্থী আসাদুল হাবিব বলেন ঈদের ছুটি উপলক্ষে পরিবারের লোকজন নিয়ে নীলদরিয়ায় ঘুরতে এসেছি। এখানে এসে নৌকায় চড়ে বেড়াতে ভালো লাগে। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকলে পর্যাটনে আসা সব মানুষের সুবিধে হতো। চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন-নীলদরিয়াতে প্রতিদিন লোকজন বেড়াতে অথবা পিকনিকের জন্য চলে আসে। এছাড়াও ঈদ পূজার বা অন্যান্য ছুটির দিনে হাজারো মানুষের সমাগম ঘটে এখানে। তিনি আরও জানান, দেড় কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে ঠিকাদার এবং জমির মালিকদের মধ্যে সামান্য জটিলতা রয়েছে। আমরা এটচা সমাধানের চেষ্টায় আছি। অবশ্য চতরা থেকে গিলাবাড়ি পর্যন্ত রাস্তা পাকা করনের কাজ শুরু হয়েছে। রাস্তাটির পাশে নীলদরিয়ার ক্যানেলের উপর ১৭০ মিটার সেতু নির্মাণ করা হলে এ সমস্যার চির সমাধান হবে। উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন- চতরা থেকে পর্যটন কেন্দ্র পর্যন্ত ১৫’শ মিটার রাস্তা টেন্ডার হয়েছে প্রায় কোটি টাকা ব্যয় হবে এ রাস্তায়। জমি মালিকদের মধ্যে জমি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে রেখেছে। আগামীতে স্থানীয়ভাবে এ সমস্যার সমাধান করা গেলে আবারও রাস্তাটি নির্মান করা সম্ভব হবে।