‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা ভূমি অফিস, নাজিরপুর গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। এর মধ্যে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা বুথ স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং ডিজিটাইজেশন কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ভিটি ও ভিপি নবায়নসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম। উপজেলায় সপ্তাহব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত জামিল সৈকত বলেন, “এবারের ভূমি সেবা সপ্তাহে হোল্ডিং ডিজিটাইজেশনের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। বিনামূল্যে নিজেদের হোল্ডিং নম্বর ডিজিটাইজ করার এ সুবর্ণ সুযোগ পেয়েছে নাজিরপুর উপজেলা বাসী স্বত:স্ফূর্তভাবে গ্রহণ করেছে।