রংপুরে ভুমি সেবা সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় রংপুর এসিলেন্ড (ভুমি) অফিসে বেলুন ও ফেস্টু উড়িয়ে ভুমি সেবা সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা। অনুষ্ঠানে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, রংপুর মহানগর আওয়ামীলীগে সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাগত বক্তব্য রাখেন এসিলেন্ড রাছেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহামান টিটু, রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমী সহ অন্যান্য অতিথিবৃন্দ।