পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলমের জেঠাতো ভাই ফৈয়াজ আহম্মেদ (৫৭) এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পীরগাছা প্রেসক্লাব। গতকাল রোববার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জানান প্রেসক্লাব আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু, সদস্য সচিব তাজরুল ইসলাম ও সকল সদস্যবৃন্দ। মরহুম ফৈয়াজ আহম্মেদ উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি গ্রামের মৃত ফরিদ উদ্দিন আহম্মেদের ছোট ছেলে। তিনি ঢাকার মেডিনোভা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি সেচাকান্দিতে বেড়াতে এসে গত শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ওই দিন বাদ আছর তাকে সেচাকান্দি দ্বীনি কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী গত দুই মাস পুর্বে মারা যান। ব্যক্তিগত জীবনে তিনি নি:সন্তান ছিলেন। তার এ অকাল মৃত্যুতে পীরগাছার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।