নীলফামারীর ডোমারে গাছের ফুল ছেঁড়ার কারণে আরফিন জাহান রিয়া (১০) নামের ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রভাষক হাসেম আলীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিন মটুকপুর কাজী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। শিশুটি বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিয়া ওই এলাকার পশু চিকিৎসক আসাদুজ্জামান আসাদের কন্যা। হাসেম আলী ডিমলা জনতা কলেজের প্রভাষক ও একই এলাকার কাজী মকবুল হোসেনর ছেলে। শিশুটির বাবা রাতে ডোমার থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, আরফিন জাহান রিয়া (১০) শনিবার (৫জুন) দুপুরে ভাবি খাতিজা বেগমের সাথে প্রভাষক হাসেম আলীর বাড়ীর সামনে দিয়ে দক্ষিণ মটুকপুর কমিউনিটি ক্লিনিকে যায়। এ সময় রিয়া হাতেম আলীর বাড়ির সামনে থাকা ফুলের গাছ থেকে একটি ফুল ছিঁড়ে। হাতেম আলী বাড়ি থেকে এসে শিশু রিয়াকে এলোপাথারী ভাবে কানে ও গালে চড়-থাপ্পর মারে। ভয়ে রিয়া দৌঁড়ে ক্লিনিকের ভিতরে পালিয়ে যায়। প্রভাষক হাসেম সেখানেও গিয়ে তাকে বেধরক মারপিট করে বলে অভিযোগে জানা গেছে। শিশু রিয়া অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার বাবা।
প্রভাষক হাসেম আলী মারধরের বিষয়টি অস্বিকার করে বলেন, গাছের ফুল ছিড়ার কারণে আমি তাকে ধমক দিয়েছি মাত্র। কোর মারধর করি নাই। পূর্বশত্রুতার জেরে আমাকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
রিয়ার বাবা আসাদুজ্জামান আসাদ বলেন, মারধরের সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। মারধরের কারণে তার কান দিয়ে রক্ত পড়ছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করি। আসাদ মেয়েকে মারধরের বিচার দাবী করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তপন কুমার রায় জানান, শিশুটিকে হয়তো চর-থাপ্পার মারার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থধা গ্রহণ করা হবে।