রংপুরের পীরগাছায় জনগণের দ্বারপ্রান্তে ডিজিটাল ভূমি সেবা পৌছে দেওয়ার লক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস।
গতকাল শনিবার বিকালে উপজেলা ভূমি অফিসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস সারা দেশের ন্যায় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালনের বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন।
এ সময় পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, সদস্য সচিব সাংবাদিক তাজরুল ইসলাম, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি, বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মী ও অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্ত্যবে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহ জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী জেলা/উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হবে।
ভূমি মালিকগণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইন শুনানী, ডিজিটাল ভূমি সেবা প্রদান, হোল্ডিং আপলোডসহ সকল ধরণের সেবা প্রদান করা হবে। এছাড়াও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার কার্যালয়ে এলপি ট্যাক্স সিস্টেমে অন্যান্য ডাটা অনলাইনে এন্ট্রি করা যাবে। ## ০৫-০৬-২০২১