ভৈরবে চাঞ্চল্যকর প্রবাল হত্যা মামলার এজাহার নামিয় ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। শহরের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দুর্জয় মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) ও মৃত ফুল মিয়ার ছেলে তৌহিদ (২৫) মিয়া।
র্যাব জানায়, গত ১লা জুন ভৈরব থানাধীন কমলপুর দূর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পিছনে কিশোর গ্যাং ধারালো অন্ত্র দিয়ে এ কে এম মহিউদ্দিন ওরফে প্রবালকে খুন করে। প্রবালের হত্যাকারিদের গ্রেফতার করতে র্যাবের গোয়েন্দা সদস্যরা বিভিন্ন স্থানে নজরদারি চালাতে শুরু করে। শুক্রবার সকালে শহরের দুর্জয় মোড় থেকে হত্যা মামলার অন্যতম আসামী রাজন মিয়া ও তৌহিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্ল্যেখ্যঃ গত ১ জুন বাসষ্ট্যান্ড দূর্জমোড়ে সরদার হোটেলের তালাবদ্ধ শাকিল মটরস অফিসের তালা ভেঙ্গে মহিউদ্দিন প্রবালের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ । সে নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক
পরে খবর পেয়ে গোয়েন্দা ( সিআইডি) এশটি টিম ঘঁনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে । পরে ৩ জুন রাতে নিহতের পিতা হোসেন ভ’ইয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্ল্যেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।