ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার (৪ জুন) বিকালে পৌরশহরের গো-হাটা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকারসহ ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। ফাইনাল খেলায় মশাখালী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে রাওনা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।