ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় শোভা বর্ধনের জন্য গাছ রোপন করা হয়েছে। গ্রীন ভয়েস নামে পরিবেশবাদি যুব সংগঠনের সহযোগীতায় শনিবার দুপুরে এ গাছ রোপনের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” শ্লোগান ুনয়ে স্টেশনের চারপাশসহ স্টেশন থেকে বের হয়ে মহাসড়ক পর্যন্ত প্রায় আড়াই শতাধিক দেবদারু ও রাধাচূড়া গাছের চারা রোপন করা হয়। গাছ রোপন উপলক্ষ্যে স্টেশন চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদি হাসান সজল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন ও গ্রীন ভয়েজের কেন্দ্রীয় সংসদের সদস্য আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।