রংপুরে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৬ চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। শনিবার সকালে কোতয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরপিএমপির উপ পুলিশ কমিশনার ( অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন।
পুলিশ জানায়, মোটর সাইকেল চুরির মামলায় পরশুরাম থানার আলী আহম্মেদের পুত্র শুভ আহম্মেদ (২৭) ও কোতয়ালী থানার ধাপ কটকীপাড়ার মরহুম ইলিয়াছ হোসেনের পুত্র সাজু মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে গংগাচড়া থানার বড়রুপাই নিবাসী নাজির হোসেনের পুত্র রবিউল হাসানকে (২৭) কে গ্রেফতার করে বসতবাড়ী থেকে চোরাই এ্যাপাসি মােটরসাইকেলটি উদ্ধার করা হয়। ধৃত সাজু ও শুভকে জিজ্ঞাসাবাদে গংগাচড়া মৌভাষা মুন্সিটারী গ্রামের জয়নাল মিয়ার পুত্র আব্দুল বাতেন মিয়া (২৫), দিনাজপুরের ফুলবাড়ী থানা হতে মরহুম আঃ রহমানের পুত্র রবিউল ইসলাম (৩৫), রংপুর জেলার সদর কোতয়ালী থানার আঃ জব্বারের পুত্র হাসান আলী তুহিনের (২৫) নিকট থেকে চোরাইকৃত ৬ মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আরপিএমপির উপ পুলিশ কমিশনার ( অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত পেশাদার চোর। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। উদ্ধারকৃত মোটর সাইকেলগুলো আইনী প্রক্রিয়ায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরপিএমপি এডিসি অপরাধ শহিদুল্লাহ কাওছার, ওসি আব্দর রশিদ, তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী, এসআই মনোয়ার হোসেন ও মজনু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।