নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের পারিবারিক বিরোধ মিমাংসার করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে চার প্রবাসীসহ ৮ জনকে মারধর করে আহত করা ও বসতঘর ভাংচুর,নগদ টাকা,স্বর্ণালংকা লুটপাট করে নিয়ে যাবার অভিযোগ ওঠেছে। শহিদ, ভাসানী, নেজাম, জহির, বাঁধন শহিদ সহ ১০/২ সন্ত্রাসীর বিরুদ্ধে। ওই হামলা ,ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪জুন) রাত সাড়ে ৯টারদিকে আহম্মদপুর নুর ইসলাম মেম্বার বাড়িতে।পরে স্থানীয়রা আহত সৌদি প্রবাসী আবুল হোসেন (৩৯), কামাল উদ্দিন (৪৭), আবুধাবি প্রবাসী জামাল উদ্দিন (৪৬), আলাউদ্দিন (৩৩) ও সামছুল হক(৫৫ কে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান আহত বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাগেছে,সৌদি প্রবাসী আবুল হোসেন তার অন্য প্রবাসী ভাইদের অনুস্থিতে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আবদুল ওহাব মাষ্টার বাড়ির আবদুল ওহাবের মেয়েকে বিবাহ করে। সম্প্রতি ওই প্রবাসী ভাইয়ে দেশে আসলে ভাইদের নিয়ে ১৬ মে শ^শুর বাড়িতে বেড়াতে যায় এবং দওয়ায় খাওয়া শেষে আবুল হোসেন শ^শুড় বাড়িতে থেকে যায়। পরদিন (১৭মে) স্ত্রীকে নিয়ে শ^শুড় বাড়ি থেকে নিজ বাড়িতে আসার প্রস্তুতি নিলে স্ত্রী মুন্নি আক্তার জানায় তার নিটক থাকা তার ব্যবহৃত ৪ভরি স্বর্ণালংকা ও স্বামীর জমা রাখা আড়াই লাখ টাকা হারিয়ে গেছে। এই নিয়ে স্বামী-স্ত্রী মধ্য ঝড়গা হয় একপর্যায়ে তারা দুইজন শ^শুড় বাড়ি থেকে নিজ বাড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর আলা উদ্দিন পটোয়ারী ভাড়িতে চলে আসে। নিজ বাড়িতে এসে কামাল স্ত্রীকে তার স্বর্ণালংকা ও নগদ আড়াই লাখ টাকা এনে দেওয়া জন্য রাগারাগি করে স্ত্রীকে শ^শুর বাড়িত পাঠিয়ে দেয়। এরপর ওই ঘটনাটি সমাধান করে দিবে বলে ওই এলাকার আলমগীর শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আহম্মদপুর নুর ইসলাম মেম্বার বাড়িতে বসবে বলে কামাল ও তার প্রবাসী ভাইদেগর ডেকে নেয়। একপর্যায়ে উভয়ের কথা কাটাকাটি জেরে ওই এলাকার শহিদ, ভাসানী, নেজাম, জহির, বাঁধন শহিদ সহ ১০/২ সন্ত্রাসীর অতর্কিতে হামলা চালিয়ে ৪ প্রবাসী সহ অনন্ত ৮জনকে আহত করে। এ সময় সস্ত্রাসীরা তাদের নিকট থাকা নগদ টাকা, স্বর্ণালংকা লুটপাট করে নিয়ে যায় ও বসতঘর ভাংচুর করে।
এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি)আবদুল বাতেন মৃধা এধরনের একটি ঘটনা থানায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।