সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছী তাঁতীপাড়া লিটন গুনের পুকুর থেকে ২ সন্তানের জননীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানান, শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী তাঁতীপাড়া গ্রামের লিটন গুনের পুকুরে সন্তোষ গুনের স্ত্রী ২ সন্তানের জননী সোহাগী রানী (৪০) গুনের লাশ ভাসতে দেখে ওই পুকুরের নৈশপ্রহরী। পুকুর মালিক রায়গঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাতেই রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকাল ১০ টায় উদ্ধাকৃত লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করেন। খবর পেয়ে রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যত্য স্বীকার করে বলেন লাশ রাতেই উদ্ধার করে পরদিন সকালে মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জরিত সন্দেহে সোহাগীর ছেলে সুমন দত্ত ,সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুন সহ ৩জন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে। এ ব্যাপারে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি নির্যন পুকুরের ভিতরে মহিলার ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে বিষয়টি রহস্যজনক।