রংপুরের পীরগঞ্জে করোনার টীকাদান প্রশিক্ষন না দিয়েই অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত পবিত্র রমজান মাসে ওই প্রশিক্ষন অনুষ্ঠানের নির্দেশ ছিল। বিশ্বস্থ একটি সুত্র জানায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩৬ জন স্যাকমো ও সেবিকাকে করোনার টীকাদান সংক্রান্ত ২ দিনের প্রশিক্ষন প্রদানের জন্য প্রতিদিন প্রত্যেকেকে সম্মানী ৫’শ ও খাবার ৫’শ করে দু’দিনে ২ হাজার এবং চা নাস্তা বাবদ ৪০ টাকা করে দু’দিনে আশি টাকাসহ ২ হাজার ৮০ টাকা হিসেবে বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরনের প্রশিক্ষন না দিয়েই তালিকাভুক্তদের একটি হাজিরা শীটে স্বাক্ষর নিয়ে মাত্র ৫’শ টাকা হারে প্রদান করে অবশিষ্ট ৫৬ হাজার ৮’শ ৮০ টাকা আত্মসাত করেছেন। বিষয়টি নিয়ে কানাঘুষা চললেও পরবর্তীতে চেপে যাওয়া হয় শুধুমাত্র এরা অধিনস্ত হবার কারনে। এ ব্যাপারে কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হননি। বিষয়টি তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি করেছেন ন্যায্য প্রাপ্তি থকে বঞ্চিতরা।