করোনার নির্মম থাবায় অনেক পরিবার আর্থিকভাবে দূর্বল হয়ে গেছেন। ফলে পরিবারগুলোতে শিশুদের মধ্যে অনেক ইতিবাচক প্রভাব এখন নেতিবাচক হয়ে উঠেছে। এতে শিশু নির্যাতন বাড়ছে। মানসিক বিকারগ্রস্থ হয়ে উঠছে শিশু-কিশোররা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ। অনলাইনে ক্লাস হলেও সবাই তা করতে পারছে না। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুয়ায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৪ শতাংশ এখনো নিবন্ধনের বাইরে। ১৮ বছর পূর্ণ হবার আগে বিয়ে হয়েছে এবং মা হয়েছে ৫৯ শতাংশ নারী। ফলে মা ও শিশু মৃত্যুর হার বেড়েছে। ১ থেকে ১৪ বছর বয়স ৮৯ শতাংশ শিশু কোনো না কোনোভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। ১২ লাখ শিশুশ্রমে নিয়োজিত।
আজকের শিশু আগামী দিনের কর্মধার। কিন্তু তাদের বর্তমান যে অবস্থার চিত্র আমরা দেখছি, তাতে আগামী দিনে অন্ধকারে ডুবে যাবো আমরা। বিশে^র সব ধর্মেই শিশু সুরক্ষার কথা বলা হয়েছে। তাই করোনা কালে শিশু নির্যাতন না করে মা-বাবার উচিৎ তাদের আর্র্থিক সংকটের বিষয়টি সন্তানকে বুঝিয়ে বলা। মূলত: শিশু বয়সেই সবার মাঝে ধর্মীয় মূল্যবোধ বাসা বাধে। এখন শিশুরা ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়ে বেশি সময় তারা ব্যায় করে অনলাইনে। সেখানে তারা নানা নেতিবাচক কনটেন্ট দেখছে। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিনোদনে খুজতে গিয়ে উশৃংঙ্খল হয়ে উঠছে। বর্তমান সময়ে কিশোর গ্যাংগের নানা অপকর্মের সাথে যুক্ত হবার কথা তো সবাই শুনেছেন। করোনা কালে সরকার নানা প্রনোদনা দিচ্ছে, সামর্থবানেরাও পাশে দাড়াচ্ছেন। তাই শিশুদের সুরক্ষা দিতে দরিদ্র পরিবার গুলোর অর্থনৈতিক সুরক্ষা দিতে সবার এগিেেয় আসা উচিৎ।
জাতির ভবিষ্যৎতের যতœ নেয়া মানে নিজেদের যতœ নেয়া। আর শিশুদের মাধ্যমেই সমাজে মূল্যবোধ ছড়িয়ে দেয়া সম্ভব। ধর্মীয় মূল্যবোধ থাকলে শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ে না। ফলে সমাজের বসবাসরত সব ধর্মের নেতারাই তাদের অনুসারিদের শিশু সুরক্ষার ব্যাপারে সচেতন করতে পারেন। আমরা এখনো শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারিনি। নানা কারনেই চারদিকে শিশু নির্যাতন বাড়ছে, বাড়ছে শিশু শ্রম। যদিও শিশু শ্রম আইনগতভাবে নিষিদ্ধ বলা হয়ে থাকে। একটি বিকারগ্রস্থ শিশু কোনো ভাবেই সুস্থ নাগরিক হয়ে দেশের সম্পদ হতে পারে না। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়া জরুরি। মুসলিম প্রধান বাংলাদেশে প্রায় গড়ে চার থেকে পাঁচ লাখ মসজিদ রয়েছে। মসজিদে খুতবা, প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ-মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার সময় শিশুদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে সচেতনামূলক প্রচার চালাতে হবে। ধর্মীয় নিদের্শনার আলোকে ছোট ছোট নাটক ও তথ্য চিত্র প্রচার করা যেতে পারে। এ ব্যাপারে দেশের গনমাধ্যমের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এগিয়ে আসতে পারে।