সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে অবস্হিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান আশ্রয়ণ প্রকল্পের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ইনচার্জ মো. আব্দুছ ছালেক, স্হানীয় ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান প্রমুখ।