বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২ টায় রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি’র দলিয় কার্যালয়ে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান বিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, রংপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মিজু, সহ সভাপতি সামসুজ্জামান সামু, যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুজ্জামান লাকু, রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, রংপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুন্নবী খান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ময়েন উদ্দিন, নাদিম মোস্তফা, শাহ এসএম উজ্জল, আল ইমরান সুজন, ফজলুল হক ফজলু,আহসান হাবিব আকাশ, রোকনুজ্জামান চৌধুরী এ্যাপোলো, মুনতাসীর মামুন মুন্না, মারুফ হেসেন চৌধুরী, সদস্য সচিব আবু সাঈদ আখতাররুজ্জামান তিতু, সদস্য মোক্তার হোসেন, আবদুল হান্নান মিঠু,আবুল কাশেম আজাদ শফিকুল, এসএম আশরাফুল ইসলাম বাবু, শেখ সায়েম ডালিম, আল তামাছ বিপু বিপ্লব, শাহাদত হোসেন, রকিবুল ইসলাম রাকিব, বুলবুল আহমেদ, ফজলে রাব্বি বাবু, রায়হান কবির, মনিরুজ্জামান মনির, হারুনুর রশিদ পলাশ, আস্দুজ্জান মুরাদ, বদরুল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, আলী রাজ, মনিরুজ্জামান জেলিস, তুষার আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।