রংপুর জেলা মটর মালিক সমিতির আয়োজনে রংপুর, রাজশাহী, ঢাকা, সৈয়দপুর, নিলফামারী, কুড়িগ্রাম, মংমনসিংহ সকল কাউন্টারের চেইন মাস্টার ও গাড়ির মালিকদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর গুপ্তপাড়া কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন রংপুর জেলা মটর মালিক সমিতির সাবেক সহ সভাপতি একেএম মোজাম্মেল হক, বক্তব্য রাখেন বাহন গাড়ীর মালিক মোস্তাহাক গাড়ি মালিক সৈয়দ আফতাবুজ্জামান লিপ্টন, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান তুহিন, মর্ডান মোড় শাখার চেইন মাস্টার মাহমুদুর রহমান ভট্টু, বাস টার্মিনাল শাখার চেইন মাস্টার হাসানুজ্জামান নাজিম, শামীম সিদ্দিকী সহ অন্যান্য চেইন মাস্টারগন।