কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেব দাস দেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা রণজিৎ সেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল আহম্মেদ, প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসেন আহম্মেদ, নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোহাম্মদ মহি উদ্দিন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ। এবছর নাঙ্গলকোটে ৭২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সি ৭ হাজার, ১২ থেকে ৫৯ মাস বয়সি ৬৫ হাজার শিশুকে টিকা খাওয়ানো হবে।