কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের কনভারেন্স রুমে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আয়োনারুল ইসলাম বলেন, শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছর ৫ থেকে ১৯ জুন ২০২১ ইং তারিখ পর্যন্ত কুষ্টিয়া জেলা ব্যাপী ১৫৬৬ টি কেন্দ্রে একযোগে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজের জন্য সরকারী ৪৪৮ জন এবং বেসরকারী ২৬৮৪ জন মোট ৩ হাজার ১৩২ জন কর্মী নিয়োজিত থাকবে। আমাদের উদ্দেশ্য কোন ভাবেই যেন একটি শিশুও ভিটামিন “ এ” প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে। এজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এ বছর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ৬-১১ মাস বয়েসী শিশুর সংখ্যা ২৬,৬৩৯ জন এবং ১২-৫৯ মাস বয়েসী শিশুর সংখ্যা ২,০৭,৯২২ জন। মোট ২,৩৪,৫৬১ জন। সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন, ডাঃ জাকিরুল হাসান। ওরিয়েণ্টশন কর্মশালাটি পরিচালনা করেন ডাঃ নাজমুল মুনির। ওরিয়েন্টশন কর্মশালায় উপস্থিত থেকে মূল্যবান মতামত তুলে ধরেন, প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুব রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুজ্জামান ডাবলু। ওরিয়েন্টশন কর্মশালায় উপস্থিত ছিলেন,দৈনিক মাটির ডাক প্রত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, বাংলা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এম লিটন উজ জামান, দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নুরুল কাদের, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক আজকের সুত্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ.জিহাদ, দৈনিক সুত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীস দত্ত, ডালিয়া পারভিন, দেশ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, বাংলাভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলী, একুশে টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক মানব জমিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক, কুষ্টিয়ার কাগজের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হাবিব।