কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, করোনার থেকে রক্ষায় প্রতিদিন ১ গ্লাস করে দুধ দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ মানুষের শরীরে। এ সময় মানুষের সুস্থ থাকতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম চালাতে হবে। তিন বৃহস্পতিবার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ডেইরী সমিতির সভাপতি আজমল খানসহ সমিতির অন্যান্য সদস্য বৃন্দ। দুগ্ধ খামারীরা কিশোরগঞ্জের গরু চুরি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত না হয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।