রংপুরে সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের নকল ব্যান্ডরোলসহ মোঃ রাজ্জাকুল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে হারাগাছ থানার জয়বাংলা বাজার ধুমেরকুঠি কামারটারী এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল পরিবহনের সময় রাজ্জাকুলকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ জানান, সোমবার রাতে নকল ব্যান্ডরোল উৎপাদন, মজুদ, পরিবহন চক্রের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করা হয়। হারাগাছের কামারটারীতে নকল ব্যান্ডরোল পরিবহনের সময় রাজ্জাকুলকে গ্রেফতার করা হয়। এ সময় ৬ লাখ ৪০ হাজার ৮৬০ টাকা মূল্যের ৬৬ হাজার বিড়ির ব্যান্ডরোল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাকুল পুলিশকে জানিয়েছে, রাজস্ব ফাঁকি দেয়া চক্র পারস্পারিক যোগসাজশে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলের রমরমা ব্যবসা চালিয়ে আসছে।