ভোলাহাটে করোনাকালে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১ জুন মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোঃ ইয়াজদানী জর্জের সভাপতিত্বে রিক্সাচালক, ভ্যান, অটো, চা দোকানের মালিক কর্মচারী ও অসহায় ১' শ ২৬ জনকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিঁয়াজ, সাবান দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃচাঃ) মোঃ শেখ মেহেদী ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদারসহ সকল ইউনিয়ন পরিষদ সদস্য/ সদস্যাগণ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে ১'শ ২৪ জকে এ সহায়তা দেয়া হয়। ২ জুন বুধবার দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে ১'শ২৬জন ও ১' শ২৪ জনকে এ সহায়তা দেয়া হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার জানান।