সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক ও সেবা কার্যক্রমের লক্ষে গঠিত মানবতার বন্ধনে রংপুর'-এর স্থায়ী কার্যালয়ের ভিত্তি স্থাপন সোমবার দুপুরে শহরের দর্শনায় সংগঠনের নিজস্ব জায়গায়।
অতিথি থেকে ভিত্তি স্থাপন করেন,রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মানবতার বন্ধন রংপুরের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা মোহা.আবদুল আলীম মাহমুদ বিপিএম, মোঃ মেহেদুল করিম বিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার আরপিএমপি রংপুর সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জমির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মজিদ খোকন অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং আমরা সংগঠনের আজীবন সদস্য ও কার্যকরী সদস্যবৃন্দ। ভিত্তি স্থাপন শেষে বিশেষ মোনাজাতের করা হয়।