নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত ইকবাল হোসেন বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইকবাল হোসেন অন্যান্য দিনের মতো ট্রলারে করে সোমেশ্বরী নদীর বালু জারিয়াঘাটে বিক্রি করে বাড়ী ফেরার পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়। ট্রলারটি গৌরখালী নামক স্থানে এলে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ইকবাল ট্রলারের ছৈয়াতে সারেং এর কাজ করছিলো। এ সময় বজ্রপাতে ইকবালের মৃত্যু হয়। ট্রলারে থাকা অন্যান্য মাঝিদের সহায়তায় ইকবালের মরদেহ বাড়ীতে আনা হলে খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ীতে গিয়ে সুরতহাল তৈরী করেন। এদিকে খবর পেয়ে তাৎক্ষনিক নিহতের বাড়ীতে ছুটে যান ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় নিহতের স্ত্রীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ২০ (বিশ) হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয় গন্যমান্যদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতহাল তৈরী শেষে দাফন করার অনুমোতি প্রদান করা হয়।