‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসন র্যালি ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলান রেনু, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম, উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহব্বায়ক প্রভাষক তরীকুল হাসান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।