রংপুর নগরীর মহাসড়কে সরকারী নিয়ম ভঙ্গ করে পরিবহন চলানোর অপরাধে ১০টি গাড়িকে আটক করে থানায় দেয়া হয়েছে। সোমবার রংপুর নগরীর সাতমাথা, মর্ডাণ মোড়, মেডিকেল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাবেক সহ-সভাপতি একেএম মোজাম্মেল হক। অভিযানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নেতৃত উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকারী নিয়ম ভঙ্গ করে একটি মহল সিএনজি, মাইক্রো, অ্যাম্বুলেন্সে করে মানুষ পরিবহন করছে। কেউ কেউ সরকারী স্টিকার মাইক্রোতে লাগিয়ে চলাচল করছে। এতে করে করোনাক্রান্তিতে সরকারী নির্দেশ মেনে বাস বন্ধ রাখা মালিকরা বর্তমানে ক্ষতিগ্রস্থ। আমরা চাই সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মানুষ গণপরিবহনে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করবে। এতে করে স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং সকলে সুরক্ষিত থাকবে।