রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সোমবার বিকেলে স্থানীয় জেএন মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও দেউতি স্কুল এ- কলেজের অধ্যক্ষ ক্রীড়াবিদ এবিএম মিজানুর রহমান সাজু, জেএন মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদের, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল কুদ্দুস ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অলিপ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তারেক পাভেল প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে তাম্বুলপুর ইউনিয়নকে হারিয়ে পারুল ইউনিয়ন জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।