সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের যেন জোয়ার বইছে। কিছুতেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। ধর্ষণবিরোধী আন্দোলনও তেমন ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। একটা সময় বাংলাদেশে জঙ্গিবাদের প্রকোপ ছিল খুব, সন্ত্রাসবাদ হয়ে উঠেছিল শঙ্কিত জীবনের আরেক নাম। এখন সে জায়গাটি দখল করে নিয়েছে ধর্ষণ, যৌন সন্ত্রাস নারীর প্রতি অবমাননা। আবারও চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে আশুলিয়ায়। তরুণীর ভাইকে জিম্মি করে ভয় দেখিয়ে এই ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভাইয়ের চিৎকার শুনে টহল পুলিশ বাস থামিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে। একই সঙ্গে তরুণীকে উদ্ধার ও বাসটি জব্দ করে পুলিশ। এর আগেও বেশ কয়েক বার চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গণধর্ষণের পর ভিকটিমকে মেরে ফেলা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন নারী কিংবা কন্যাশিশু ধর্ষণের শিকার হচ্ছে এই দেশে। সরকারি এক হিসেবে বলা হয়েছে অনলাইনে ৭০ শতাংশের বেশি নারী হয়রানির শিকার হয়ে থাকেন। এমনকি নারীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতেও পারেন না। কোনো দল বা সংগঠন বা ব্যক্তির মতের বিরুদ্ধে গেলেই যৌন হয়রানিমূলক বাক্য বা শব্দ তেড়ে আসে। এ ছাড়া ধর্ষণের মাধ্যমে জীবননাশের হুমকিও চলে আসে কখনো কখনো। যৌন হয়রানির শিকার নারীর অবস্থা কতটা ভয়ানক, শোচনীয় এবং প্রকট তা চারদিকে চোখ রাখলেই বোঝা যায়। আইনের ফাঁকফোকর আর দীর্ঘসূত্রতার কারণে হয় এসব অপরাধের বিচার হয় না অথবা অনেক সময় অপরাধী আইনের ফাঁকফোকর গলে বের হয়ে আবারও একই রকমের অপরাধে জড়িয়ে পড়ে। এর আগে দেশের সচেতন মানুষের প্রতিবাদ ও আন্দোলনের মুখে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সংশোধিত 'নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০' করা হয়েছে। তারপরেও রোধ করা যাচ্ছে না ধর্ষণ-গণধর্ষণ। আমরা মনে করি, শুধু আইন কঠোর করে বা আইনের কঠোর প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে বর্তমান প্রজন্মের মনন ও মনোজগৎ পরিবর্তন করতে হবে। ইন্টারনেটের বিভিন্ন কন্টেন্ট দেখে অপরাধীরা ধর্ষণ ও অন্যান্য অপরাধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি অপরাধের কৌশল শেখে। দেশব্যাপী বেকারত্ব নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তির অন্যতম কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে, নারীকে মানুষ না ভেবে ভোগ্যপণ্য হিসেবে ভাবা। আরো একটি সমস্যা হচ্ছে আমাদের সমাজ ধর্ষিতাকে নিয়ে তামাশা করে, বিচার চাইতে গেলে ওই মেয়েকেই প্রমাণ করতে হবে সে ধর্ষিতা। এতে নারীর মানসিক অবস্থা বিপর্যস্ত হয়। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক নারী উন্নয়ন নীতি এবং তা বাস্তবায়নে নানা পদক্ষেপ গৃহীত হলেও সামাজিকভাবে নারী নিষ্পেষিত। অর্থনৈতিকভাবে নারীর উন্নয়ন সাধিত হলেও আজ নারীরা দাঁড়িয়ে আছে অপমান, অসম্মানের পিলারে ঠেস দিয়ে। নারী ও পুরুষের অখন্ড ব্যক্তি সমবায় মানব সমাজের মূল কাঠামো। কিন্তু সমাজ ও সভ্যতার অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়েও নারীরা আজ অবহেলিত ও নির্যাতন বৈষম্যের শিকার। সমাজে নারীকে রক্ষা করতে হলে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, নারীকে মানুষ হিসেবে সম্মান করতে হবে। ধীরে ধীরে যদি সমাজে এই ইতিবাচক পরিবর্তন সূচিত হয় তা হলেই নারীরা রক্ষা পাবে।