নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজারে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।
এলাকাবাসী জানায়, রোববার দুপুরের দিকে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতার বাজারের আফছার আলীর চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এ সময় চায়ের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্পিভূত হয়। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনি অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে ডিমলা ফায়ার সার্ভিস অফিসের সরকারী নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।