বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি রংপুর মহানগরীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজনে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়।
মহানগর ও জেলা বিএনপির পৃথক আয়োজনে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, আফসার আলী, মিজানুর রহমান রন্টু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জেলা কমিটির প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিলু সরকারসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।