নীলফামারীর ডোমারের মেধাবী ছাত্র সুমন রায়। বাবা, মা আর দুই বোন নিয়ে অভাবের সংসার তাদের। মাথা গোজার ঠাঁই বলতে তেমন কোন কিছু নেই। যখন তার বয়স ১১ বছর তখন তার হেসে খেলে দিন কাটার কথা। কিন্তু তখন থেকে দেশের বিভিন্ন জেলায় ইটের ভাটায় শ্রমিকের কাজ করে সুমন নিজের পড়াশুনা চালানোর পাশাপাশি ৫ সদস্যের পরিবারের মুখে অন্ন তুলে দেয়। অভাবের সংসারের হাল ধরে ঠিক তখন থেকে।
সে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগী গ্রামের প্রভাত রায়ের ছেলে। সৈয়দপুর সরকারী কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষে অনার্স পড়ছে।
সেএকদিন কাজ না করলে তার পরিবার অনাহারে অর্ধাহারে থাকে। নিজের জমি নেই, অন্যের ভিটায় ২টি কুঁড়েঘড়ে তাদের বসবাস। বাবা দিন-মুজর, মা একজন আদর্শ গৃহিনী। তাকে পড়াশুনা করানো ও পরিবারের যাবতীয় খরচ চালানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। নিজের পড়াশুনা যাতে বন্ধ না হয় সেজন্য কাজ ছাড়েনি সে। তাছাড়া মনের মধ্যে তার স্বপ্ন লেখাপড়া শেষ করে সে একটা সরকারী চাকরী করার। সে স্বপ্ন পুরণে মাথার ঘাম পায়ে ফেলে ইটের ভাটায় কাজ করে আসছে। সে শুধু কলেজের প্রয়োজনে বছরে দু’একবার কাজ থেকে বাড়ীতে আসে।
এ বিষয়ে সুমন রায়ের সাথে কথা হলে সে জানায়, আমার বয়স যখন ১১ বছর তখন থেকে শ্রমিকের কাজ করে আসছি। বাবার অভাবের সংসারে সহযোগিতা এবং আমার নিজের পড়াশুনার টাকা জোগারের জন্য সারা বছর দেশের বিভিন্ন জেলায় ইটের ভাটায় কাজ করে থাকি। ইটের ভাটায় কাজ করে আমার ৫ সদস্যের একটি পরিবারের হাল ধরে রাখতে চেষ্ঠা করে যাচ্ছি।
ইটের ভাটায় হাড় ভাঙ্গা পরিশ্রম। আর ওই পরিশ্রমের টাকা দিয়ে আমি অনার্স ২য় বর্ষ পর্যন্ত পড়তে সক্ষম হয়েছি। আমার স্বপ্ন ,আমি এভাবে কষ্ট করে পড়াশুনা শেষে একটি সরকারী চাকরী করতে পারবো। এ স্বপ্নে এখন বিভোর সুমন রায়।
এ বিষয়ে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের সাথে কথা হলে তিনি বলেন, পরিবারটি অত্যন্ত গরীব। সুমন রায় ছোট বেলা থেকে ইটের ভাটায় কাজ করে নিজের পড়াশুনা ও পরিবারকে চালায় আসছে। তার বাবা মার পক্ষে সুমনকে লেখাপড়া করানো সম্ভব নয়। তবে আমি যতটুকু পারি এ পরিবারটিকে সাহায্য সহযোগিতা করে আসছি।