নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘঠেছে। এতে মির্জার অনুসারী ৯জন গুলিবিদ্ধসহ আহত ১৫।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা ৩০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাদের মির্জার পক্ষে তার অনুসারীরা মিছিল বের করে। বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে মওদুদ আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে একটি মিছিল হডাইন্নাগো বাড়ীর সামনের সড়ক দিয়ে মিছিলটি পৌরসভার অফিসের দিকে যাইতে থাকে। বিপরীত দিক থেকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা কয়েকটি হোন্ডাযোগে এসে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে কাদের মির্জার অনুসারী ৯জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়।
গুলিবিদ্ধরা হলেন, বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের শামছুল হকের ছেলে সবুজ (৪০), নুর আহমদের ছেলে জিসান (২৩), চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল লতিফ দুলালের ছেলে মোঃ রুহুল আমিন সানি (২৭), এনামুল হকের ছেলে দেলওয়ার হোসেন সুমন (২৬),মৃত মোস্তফার ছেলে মাইন উদ্দিন কাঞ্চন (৫২), এমদাদুল হকের ছেলে নওশাদ (৩৫), মোস্তফা মেস্তরির ছেলে দেলওয়ার হোসেন (২৫), সুজন (২৮), চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের মোশারফ হোসেনের ছেলে দিদার (৩৫), কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপসহকারি মেডিকেল কর্মকর্তা ডাঃ আবু নাছের জানান, গুলিতে আহত ৮জনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধ ও আহতরা মেয়র কাদের মির্জার অনুসারী বলে জানা যায়।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, প্রশাসনের ছত্র-ছায়ায় আমার কর্মী সমর্থকদের মিছিলে প্রতিপক্ষরা আমার নেতাকর্মীদের ওপর ও আমার অফিসে বার বার হামলা করে।
কাদের মির্জার একান্ত সহকারী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ জানান, মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত ও মাহবুব রশিদ মঞ্জুর নির্দেশে রাহিম, শাকিল, রাজীব, রিয়াদ, আরমান চৌধুরী, রাফেল চৌধুরী, দিদারের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী মোটর সাইকেল যোগে এসে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে আমাদের দলের ১০-১২জন গুলিবিদ্ধ হয়। এদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার অবনতি ঘটলে মাইন উদ্দিন কাঞ্চন ও সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। গুলিবর্ষণের প্রতিবাদে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে সন্ত্রাসী ও অপশক্তিদের বিরুদ্ধে রোববার সকালে একটি লাঠি মিছিল বের করা হয়। লাঠি মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেয়র কাদের মির্জা।
এ অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বাদল বলেন, আমি ৪দিন যাবত ঢাকায় অবস্থান করছি, আমি এলাকায় নেই।
কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের মূখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন, গত ২-৩দিন আগে কাদের মির্জার লোকজন জাহেদুল হক কচি ও আনোয়ার হোসেন লিটনের ওপর হামলার প্রতিবাদে শনিবার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসনের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেছি। কাদের মির্জার অতিউৎসাহী লোকজন শনিবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে তাদের নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় নিজেরা নিজেরা মারামারি করে উপজেলা আ.লীগের ওপর দোষ চাপাচ্ছেন।
এঘটনায় রোববার সকালে বসুরহাট ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ জিসান প্রশাসনের ৬জনসহ ৮৯ জনের নামে নোয়াখালী চীফ জুডিশিয়াল আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত ওই অভিযোগ গ্রহণ করে নাই বলে জানা যায়।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গুলিবিদ্ধরা সবাই কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওদিকে, নেতাকর্মীদের ওপর গুলি ঘটনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এএসপি শামীম কবির ওসি জাহেদুল হক রনি, ইউ এনও জিয়াউল হক মীর ও এসিল্যান্ড সুপ্রভাত চাকমার নেতৃত্বে গতকাল (শনিবার) রাতে কোম্পানীগঞ্জে তান্ডব চলেছে। কি জন্য তান্ডব চলেছে আপনারা জানেন? আমি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছি মন্ত্রী আমাকে বলেছেন তুমি ৪-৫দিন অপেক্ষা কর, আমি ডিসি, এএসপি, ওসি, ইউএনও ও এসিল্যান্ডের ব্যাপারটা করতেছি। পর্যায়ক্রমে আমি তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আজকে তারা নোয়াখালীর এমপি একরাম চৌধুরীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদেরকে দিয়ে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কারণ ডিসি, এসপি প্রতিদিন একরাম চৌধুরী থেকে ১০লক্ষ টাকা পায়, এএসপি, ওসি, ইউএনও, এসিল্যান্ড ১০লক্ষ টাকা করে পায়। স্থিতিশীলতা আসলে তাদের টাকা আসা বন্ধ হয়ে যাবে। এজন্য সন্ত্রাসী বাদইল্লা, রাহাইত্তা, মইঞ্জা, রুমেইল্লা (বাদল, ভাগিনা রাহাত, ভাগিনা মঞ্জু, রুমেল) এদেরকে দিয়ে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।
তিনি রোববার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, শনিবার রাতে এএসপি, ওসি, ইউএনও, এসিল্যান্ডের উপস্থিতিতে কবিরহাট থেকে ৩০-৪০জন অস্ত্রধারী সন্ত্রাসী এনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে এবং গুলিবর্ষন করেছে। এতে আমার দলের ১৫জন গুলিবিদ্ধ হয়েছে। ৩জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসপি, ডিসির নির্দেশে এগুলো করেছে। তারা ওবায়দুল কাদেরকে সরিয়ে, আমাদেরকে সরিয়ে, সাংবাদিক মুজাক্কির ও আলা উদ্দিন হত্যাকারী বাদইল্লা ও রাহাইত্তাকে দিয়ে কোম্পানীগঞ্জে একরামের রাজত্ব কায়েম করতে চায়। এটা কি চলতে দেওয়া যায়? আমরা আমাদের রক্ত দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। মুজাক্কির ও আলাউদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না। এদেরকে বাদল নিজ হাতে হত্যা করেছে, আর মামলা দেয় আমাদের নামে।
তিনি বলেন, অনতিবিলম্বে মুজাক্কির ও আলাউদ্দিনের খুনীদের গ্রেপ্তার করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বাদল, রাহাত, মঞ্জু, রুমেল, কচি, আলাল, আরিফ, কানা রাজ্জাক, সবুজ চৌধুরী ও সাহীনকে গ্রেপ্তার করতে হবে। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা এলাকায় গিয়ে মিছিল, মিটিং করে যান। এরপর আন্দোলনের ডাক দেব, বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থান কর্মসূচির ডাক দেব। যতক্ষণ পর্যন্ত এ এস পি, ওসি, ইউএনও ও এসিল্যা-কে প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার সাথে আছেন। প্রশাসন অপশক্তি একরামের টাকা খেয়ে প্রধানমন্ত্রীর কথা শুনে, সেতুমন্ত্রীর কথা শুনে না।
এর আগে শনিবার রাত ১০টায় তার একান্ত সহকারী স্বপন মাহমুদের ফেসবুক আইডিতে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী ২৪ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বলেন, এএসপি, ওসি, ইউএনও ও এসিল্যা- সুপ্রভাত চাকমাকে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় সবকিছুর দায়-দ্বায়িত্ব আপনাকে বহন করতে হবে। তিনি সেতুমন্ত্রীর উদ্দেশ্যে আরও বলেন, আপনি আমাকে বলেন, আমি যেভাবে বলব সেভাবে হবে, আমার প্রতিপক্ষ অপরাজনীতির হোতাদের বলেন, তারা যেভাবে বলবে সেভাবে হবে। আসলে আপনি কী চান? আমি বলেছিলাম চিকিৎসার জন্য আমেরিকায় যাব কিন্তু এখন আর যাব না। জনগণকে সঙ্গে নিয়ে আপনার বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলব। আমিও এর শেষ দেখে নেব।