কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হলমিলনায়তনে রোববার সকাল ১১ টায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে সমবায় সমিতির ব্যবস্থাপনা ও অন্তরদান সংক্রান্ত বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন। বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন সমবায়ীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জিয়াউল হক জুয়েল, মোঃ জহিরুল ইসলাম, পরিদর্শক মোছাঃ অলকা আক্তার প্রমুখ।