রংপুর নগরীর দর্শনা পাহাড়ি মানজাই এলাকায় বোনের বিরুদ্ধে অবৈধভাবে জমির মালিকানা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাইরা।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বোনের বিরুদ্ধে প্রাপ্ত অংশের চেয়ে অতিরিক্ত জমি বিক্রির অভিযোগ তোলেন বড়ভাই বাবু মিয়াসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে বাবু মিয়ার পক্ষে লিখিত বক্তব্যে অপর ভাই আবদুল হালিম বলেন, আমাদের বাবা বজল উদ্দিনের মৃত্যুর পর তার ওয়ারিশ হিসেবে ১ স্ত্রী, ৫ ছেলে ও ৮ মেয়ে রেখে যান। আমাদের নামীয় আরএস খতিয়ান নং- ২১৭, মৌজা- দর্শনা পাহাড়ী, জিএল নং- ১২৬, মোট জমি ৭ একর ৭ শতক অংশ অনুপাতে প্রাপ্ত হই। যা সকলেই ভোগ দখল ও বিক্রি করি। আমাদের ছোট বোান রাহেনা বেগম ওই আরএস খতিয়ান অনুযায়ী প্রাপ্ত অংশ ৩০, ৩১২ শতক।
সংবাদ সম্মেলনে আবদুল হালিম বলেন, রাহেনা নালিশি জমির দাগ অনুপাতে প্রাপ্ত ৬ শতক কিন্তু সে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর ১৫৬৩২ নং দলিলমূলে জনৈক মোস্তাক আহমেদের কাছে ৭ শতক বিক্রি করে। ফলে সে উভয় দাগে তার প্রাপ্ত অংশের থেকেও ১ শতক জমি বেশি বিক্রয় করে।
এছাড়াও ১৯৯৯ সালের ১৪ অক্টোবর ১৪০৩৩ নং দলিলমূলে বাবুর কাছে ১৬.৫০ শতক, ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি ৫২২০ নং দলিলমূলে ৮.৫০ শতক ও ড. নাজমুলের কাছে ৫ শতক এবং স্টেশনে শটুয়া ও মটুয়ার কাছে ০.৫০ শতক বিক্রি করে। এ ছাড়া রাহেনা নিজ বসতবাড়িতে ২ শতক জমি ভোগদখল করে।
আব্দুল হালিম বলেন, আরএস খতিয়ান অনুযায়ী রাহেনার মোট প্রাপ্য ৩০.৩১২ শতক। কিন্তু সে ভোগদখল ও বিক্রি করে ৩৯.৫০ শতক। ওই দাগে আমরা আরএস খতিয়ানের সকল ওয়ারিশ ১ একর ৩৬ শতক জমি বিক্রি করি। এর পরেও আমার ছোট বোন রাহেনা বেগম তার পৈত্রিক জমি বিক্রি করে এবং পুনরায় আমাকে বিভিন্নভাবে সামাজিক ও মানসিকভাবে হয়রানি ও পারিবারিকভাবে হেয় করে আসছে।
আব্দুল হালিম আরও বলেন, আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে ভোগদখলীয় জমি রংপুর মেট্রোপলিটন পুলিশ হাউজিংয়ের কাছে গত এক বছর আগে বাজার মূল্যে নগদ টাকায় বিক্রি করি এবং তা বুঝিয়ে দেই। কিন্তু আমার বোন রাহেনা বেগম কিছুদিন আগে হতে অন্যায়ভাবে আমার বিক্রয়কৃত জমিতে অংশ পায় বলে দাবি করে। বিষয়টি নিয়ে আমরা পারিবারিক ও সামাজিকভাবে বসে কোনো সমাধান করতে পারিনি। পরবর্তীতে হাউজিং কর্কৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তাদের কনফারেন্স রুমে ৪ থেকে ৫ দিন তাদের উকিল নিয়ুক্ত করে বিষয়টি পর্যাললোচনা করেন। এতে দেখা যায়, দাবিকৃত জমিতে তার কোনো অংশ নেই। পৈত্রিক সূত্রে প্রাপ্ত মোট জমি থেকেও সে অতিরিক্ত জমি বিক্রি করেছে।
এদিকে, ওই এলাকার রেজাউল করিম টেক্কাকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। টেক্কা অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তাকে নিয়ে সংবাদ সম্মেলনে ও বিভিনভাবে হেয় করে বক্তব্য দিয়ে তার সামাজিকভাবে সম্মান হানি করা হয়েছে। এটি কখনো কাম্য নয়।
বিষয়টি নিয়ে প্রসাশনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বাবু ও হালিম। এ সময় বাবু মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।