রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ ও/এ সরকারি কলেজ মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদেল কাওনাইন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সয়ার ইউপি চেয়ারম্যান এস. এম মহিউদ্দিন আজম কিরণ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়লা সরকার, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পাঁচ ইউনিয়ন থেকে আগত দর্শনার্থীরা খেলা দুটি উপভোগ করেন। ওই টুর্নামেন্টে তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের ১ টি করে দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় কুর্শা ইউপি একাদশ বনাম আলমপুর ইউপি একাদশ এবং সয়ার ইউপি একাদশ বনাম হাড়িয়ারকুঠি একাদশ অংশগ্রহণ করেন। খেলা শেষে আলমপুর একাদশকে ৫-১ গোলে কুর্শা ইউপি একাদশ এবং সয়ার ইউপি একাদশকে ১-০ গোলে পরাজিত করেন হাড়িয়ারকুঠি একাদশ।