নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ৯১ হাজার ৫৯৫ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যে মধ্যে রয়েছে নবরতœ তেল, কোলগেট টুথপেস্ট, স্ক্রীন সাইন ক্রিম ও স্ক্রীন ব্রাইট ক্রীম।
শনিবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন তথ্যে সীমান্ত পিলার নং ১১৭০/৬-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করে।
জব্দকৃত কসমেটিকের মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের নবরতœ তেল, কোলগেট টুথপেস্ট, স্ক্রীন সাইন ক্রিম ও স্ক্রীন ব্রাইট ক্রীম। ১৮ লক্ষ ৯১ হাজার ৫৯৫ টাকা মূল্যমানের ভারতীয় এসব পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলে জানান তিনি।