ফরিদপুরের আলফাডাঙ্গায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামরাদায়ের করেছে ওই প্রতিবন্ধীর মা।
এজাহার সূত্রে জানা যায় গত ২৬ মে সকাল ১০ টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির উত্তর পাশে আলতাফ মেম্বারের পাট ক্ষেতের মধ্যে থাকা খেজুর গাছের খেজুর কুড়াতে যায়। ওই সময় গোপালপুর ইউনিয়নের মাহাবুব খান ( ২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই প্রতিবন্ধীর সাথে মাহাবুবেব ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই প্রতিন্ধী নিজেকে ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে আসতে সক্ষম হয়।
এদিকে প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে আসতে দেরি দেখে তার মা, চাচা খোঁজ করতে গেলে একসময় কিশোরীকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে। এ সময় মাহাবুল খানকে পাটক্ষেত থেকে পালিয়ে যেতে দেখে প্রতিবন্ধীর মা। পরে প্রতিবন্ধীর কাছে জানতে চাইলে প্রতিবন্ধী কিশোরী আকার ঈংগিতে বাড়ির লোকদের ঘটনাটি জানায়।
এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গত শুক্রবার (২৮ মে) আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ১১ ধারায় মাহবুব খানকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ওয়াহিদুজ্জামান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মাহাবুব খানকে আসামি করে মামলা হয়েছে। মাহাবুল খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।