জামালপুরের মেলান্দহ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগি, কেজিএস হাই স্কুলের শিক্ষক আবদুল হাকিম মাস্টার আর নেই। তিনি ২৮ মে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আবদুল হাকিম ছবিলাপুর গ্রামের শিক্ষানুরাগি আবদুস সোবাহান আকন্দের ছেলে। পিতা সোবাহান আকন্দের ন্যায় তিনিও মেলান্দহের দক্ষিণাঞ্চলের বহু মসজিদ-মাদ্রাসা-স্কুল-কলেজের অন্যতম জমিদাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়ে ৫ ছেলে নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরদিন ২৯ মে বেলা ১১টায় কেজিএস হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।