নোয়াখালীর সেনবাগ উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া গ্রামে গাছের নিছে চাপা পড়ে শুভ (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টারদিকে উপজেলা ছাতারপাইয়া গ্রামের মজিবুর হক চেয়ারম্যানের বাড়িতে। নিহত শুভ একই গ্রামের বাবুল ডাক্তার বাড়ির খোকনের ছেলে।
স্থানীয় লোকজন জানায় খোকনের ছেলে শুভ (১৮) ও মহিব উল্লাহ ছেলে মোজাম্মেল হোসেন (১৭) মজিবুল হক চেয়ারম্যানের বাড়ির কবরস্থানের গাছ কাটার চুক্তি নেয়। বৃহস্পতিবার দুপুরে তারা দুইজনে মিলে গাছ কাটার জন্য কবরস্থানে যায়। এ সময় মোজাম্মেল গাছে ওঠে গাছের ডালপালা কাটছিলো আর নিছে দাঁড়িয়ে শুভ ওই কাজের তদারকী করছিল। এ সময় গাছের কাটা একটি ডাল নিছে পড়তে দেখে শুভ দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই কাটা ডালটি শুভ ওপর পড়লে শুভ ডালের নিছে চাপা পড়ে মারাত্বক আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ও ইউপি সদস্য মেম্বার আলা উদ্দিন।