সাধারণ ছুটি বাতিল করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্র সমাজ। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, দেশের সবকিছু সচল থাকলেও করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে অচল করে রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই করোনার সংক্রমণ বাড়বে এমন খোড়া যুক্তি দিয়ে মেধাহীন জাতিতে পরিণত করার পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, গণপরিবহনসহ সব কিছু চালানো সম্ভব হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমও চালানো সম্ভব। বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব, সৈকতসহ অন্যরা।