ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় ঘুর্ণিঝড়ের আঘাতে ৫ টি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে জমিতে রোপন করা পাট সহ নানা ফসল। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
দক্ষিন-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার জানান, দক্ষিন-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে সালথা ও নগরকান্দা উপজেলার ৫ টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হবে।