নোয়াখালীর সেনবাগ উপজেলার অন্যতম বানিজ্য কেন্দ্র সেবারহাট বাজারের হক মার্কেটস্থ প্রীতি বস্ত্রালয়ে রাতের আঁধারে দোকানের তালা ভেঙ্গে নগদ ৩লাখ টাকাসহ ৬০লাক টাকার মালামাল লুট করে নিয়ে যাবার অভিযোগ ওঠেছে উপজেলার দক্ষিন রাজারামপুল গ্যামের মৃত নুরইসলামের ছেলে ইকবাল,কামাল,লাকিব ও বাচ্ছু মিয়া সহ ১০/১২জনেল একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ রাতেই এক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ইকবালকে আটক করেছে। এ সময় পুলিশ সেনবাগ থানার এসআই নুর হোসেনের নেতেৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দোকানের মালামাল লুট করে একটি পিকআপ যোগে নিয়ে যাবার সময় তাদের পিছু ধাওয়া করলে সন্ত্রাসীরা পুলিশরে লক্ষ করে তালা কাটার কাজে ব্যবহৃত একটি হ্যা-গ্রান্ডডিং মেশিন ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে অল্পের জন্য কর্তব্যরত পুলিশ বড় দুর্ঘটনা থেকে রক্ষায় পায়।
দোকান ঘরের মালিক সারওয়ার আলম জানায়,সেবারহাট বাজারে তাদের পৈত্রিক ৪আনা করে আটআনা সম্পত্তির ওপর বিল্ডিং করে দীর্ঘদিন থেকে ভাড়া দিয়ে আসছিল। কিন্তু ভুল ক্রমে তাদের জায়গার অংশ তার জেঠাদের খতিয়ান ভূক্ত হয়ে যায়। এইনিয়ে আদালতে মামলা ও স্থিতঅবস্থা চলমান। কিন্তু কোন কারণ ছাড়াই জেঠাত ভাই ইকবাল,কামাল তার ভাগিনা রাকিক ভগ্নিপতি বাচ্ছু মিয়া সহ ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী রাতের আঁধারে তাদের দখলিয় ভাড়া দেওয়া দোকান ঘরের তালা কেটে নগদ ৩লাখ টাকা সহ ৬০লাখ টাকার মালামাল লুঠ কলে নিয়ে যায়।এবং ওই দোকান ঘরে নতুন করে তালা ঝুলিয়ে দেয়
দোকানের ভাড়াটিয়া প্রীতি বস্ত্র বিতানের মালিক বলাই চন্দ্র সিংহ জানান,সন্ত্রাসীরা তার দোকানের তালা কেটে ভিতরে ডুকে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩লাখ টাকাও ৬০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এব্য্পাারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক ও তালা কাটার কাজে ব্যবহৃত একটি হ্যান্ডগ্রান্ডিং মেশিন জব্দ কলেছে। আভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।