রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীগের খাবার পরিবেশনে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের খাবার পরিবেশনে রোগীদের মাঝে অসন্তোষ বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নাকে তেল দিয়ে ঘুমুুচ্ছেন। সিডিউল অনুযায়ী সপ্তাহে তিন দিন মাছ, তিন দিন মাংস ও এক দিন সব্জী দেয়ার কথা থাকলেও তা দেয়া হয় না। রুই জাতীয় মাছ দেয়ার কথা থাকলেও সরবরাহ দেয়া হয় সস্তা দামের সিলভার কার্প,মাংসের ক্ষেত্রেও খাসীর মাংসের স্থলে ব্রয়লার মুরগীর মাংস দেয়া হয়, তাও আবার পরিমানে অতিনগন্য। সব্জীর দিনে মৌসুমী সব্জীর স্থলে আলু ও সস্তা দামের সব্জী সরবরাহ দেয়া হয়। খাবার তালিকায় দুপুর এবং রাতে মসুরের ডাল দেয়া কথা থাকলেও তা দেয়া হয় না। সকালের নাস্তায় দুটি কলার স্থলে একটি তাও আবার কমদামি সাগর কলা এবং ২৫০ গ্রাম পাউরুটির স্থলে দেড় টাকা দামের ছোট্ট একটি রুটি এবং প্রতিদিন বরাদ্দ থাকলেও কোন কোন দিন ডিম দেয়াই হয় না। এতে রোগীদের খাবার গ্রহনে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের যোগসজোসে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্ন মানের এবং পরিমানে কম খাবার সরবরাহ দিয়ে প্রতি মাসে বিপুল পরিমানের বরাদ্দকৃত অর্থ সাশ্রয় করেন। পরে তা বিল করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেট,ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ও ঠিকাদার ভাগাভাগি করে নেন। প্রতিদিন এখানে পঞ্চাশ জন রোগীর পথ্য বরাদ্দ রয়েছে। কোন দিন রোগীর সংখ্যা কম থাকলে ঠিকাদারের সাথে বিশেষ চুক্তিতে আবাসিক মেডিকেল অফিসারের সাথে যোগসাজোস করে হাসপাতালের নাটের গুরু হিসেবে পরিচিত স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভুয়া নাম ঠিকানা দিয়ে বিল করে দেন। উন্নত খানার দিনে সাধারনত রোগীর সংখ্যা কম থাকলে সেদিনও বেশি রোগীর নাম ঠিকানা লিখে রাখা হয়। পরে তা উন্নত খানার বিল ভাউচার করে নেয়া হয়। মাথাপিছু ৩’শ গ্রাম চাল ২৫০ গ্রাম সব্জী,১১ গ্রাম ডাল দিয়ে খাবার দেয়ার কথা। আবাসিক মেডিকেল কর্মকর্তা খাবার মনিটরিং করার কথা থাকলেও তিনি তা না করেই ডায়েট স্লিপে স্বাক্ষর করে দেন রহস্যজনক কারনে। আবাসিক মেডিকেল অফিসারের সারাক্ষন হাসপাতালে ডিউটি থাকলেও উল্টো সপ্তাহে ২ হতে ৩ দিন রংপুর থেকে এখানে আসেন। রংপুর শহরের একটি প্রতিষ্ঠান এই হাসপাতালে খাদ্য-পথ্য সরবরাহের ঠিকাদার হিসেবে নিয়োগ লাভ করলেও ওই প্রতিষ্ঠানটি পীরগঞ্জের এক ব্যক্তির কাছে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। সাব লীজ গ্রহনকারি ব্যক্তি অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের এবং পরিমানে কম খাবার সরবরাহ দিয়ে আসছে বরাবর। অথচ মাসান্তে মোটা অংকের বিনিমেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেট হাত পা গুটিয়ে বসে থাকেন। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।